Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০১৮ কাযক্রমের আওতায় সরাইল উপজেলার বিভিন্ন ক্যাটাগরির জয়িতাদের সাফল্য
ডাউনলোড

সফল জননী

নামঃ আনোয়ারা বক্স

পিতাঃ আব্দুল জব্বার বক্স

মাতাঃ জাহেরা বেগম

বর্তমান ঠিকানাঃ সৈয়দটুলা দক্ষিণ পাড়া, ডাকঘরঃ সরাইল, উপজেলাঃ সরাইল, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া ।

আমি বেগম আনোয়ারা বক্স । আমার সাত ছেলে তিন মেয়ে । আমার স্বামী একটি ছোট চাকরী করতেন, এই স্বল্প আয় দিয়ে সংসার চালাতাম, এ থেকে অর্জিত আয় দিয়ে আমার সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়েছি। বর্তমানে আমার সন্তানরা সু-শিক্ষিত ও প্রতিষ্ঠিত এবং আমার ছোট ছেলে বি.বি.এ শেষ করে বর্তমানে ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এম.বি.এ অধ্যয়নরত আছে। আমি একজন সফল জননী, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল নিয়ে যে কোন কাজে সফল হওয়া সম্ভব ।


অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী

নামঃ তাহমিনা হক (মুন্নি)

স্বামীঃ মৃত কাজী সফিকুর রহমান 

মাতাঃ নুরুন্নাহার

বর্তমান ঠিকানাঃ পশ্চিম মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া ।

আমি তাহমিনা হক (মুন্নি) বর্তমানে চাকরী করে সংসার চলছে এবং এক ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে । স্বামীর মৃত্যুর পর এন.জি.ও তে চাকরী করে দুই সন্তানের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে গিয়ে দিন রাত পরিশ্রম করতে হয়েছে । এনজিও চাকরীর পাশাপাশি সেলাই কাজ করে ও সংসার খরচ যোগাতে হতো খুব কষ্টে । অনেক পরিশ্রম ও চেষ্টার পর বড় ছেলে ডিপলোমা ইন মেরিন পাশ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে এবং ছোট ছেলে নবম শ্রেণীতে অধ্যয়নরত আছে ।বর্তমানে অনেক চেষ্টা ও পরিশ্রমের পর আমি আমার দুই সন্তানকে নিয়ে আর্থিক এবং সামাজিক ভাবে অনেক ভাল আছি।


শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য

নামঃ সোমা দাস

পিতাঃ নারায়ন দাস

মাতাঃ পারুল দাস

বর্তমান ঠিকানাঃ বাদে অরুয়াইল , ডাকঘর: সরাইল, উপজেলাঃ সরাইল, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া ।

আমি সোমা দাস। আমরা দুই ভাই এক বোন । আমার পিতা একজন ক্ষুদ্র ব্যবসায়ী । তিনি তার ব্যবসার সামান্য আয় ‍দিয়ে অনেক কষ্টে আমাদের সংসার চালান । আমি স্থানীয় কলেজ থেকে এম.এ পাশ করি । এরপর আমি শিক্ষিকা পদে চাকরী গ্রহন করি । এ থেকে অর্জিত আয় দিয়ে আমি পিতার সংসারে সহযোগিতা করি এবং ছোট ভাই বোনদের লেখা পড়ার খরচ চালিয়ে যাই ।আমি উক্ত কাজ করে শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জন করি এবং দৃঢ় ভাবে বিশ্বাস করি যে কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল নিয়ে যে কোন কাজে সফল হওয়া সম্ভব ।


সমাজ উন্নয়নে অবদান

নামঃ রোজি

স্বামীঃ বোরহান

মাতাঃ নুরজাহান

বর্তমান ঠিকানাঃ বেড়তলা, ডাকঘর: সরাইল, উপজেলাঃ সরাইল, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া ।

আমি রোজি, আমার পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে  আমি সবার বড় । আমি বেড়তলা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং কামাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণী পযন্ত পড়ালেখা করি । কিন্তু পরিবারের আর্থিক শংকটের কারনে বেশি দুর পড়ালেখা কারতে পারিনি । বর্তমানে আমি পানিশ্বর ইউনিয়ন পরিষদের একজন মহিলা সদস্য। আমার স্বামী একজন ব্যবসায়ী । আমার এক ছেলে এবং এক মেয়ে । আমি আমার স্বামীর এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়। আমি সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কাজের সাথে জড়িত এবং বাল্যবিবাহ বন্ধে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি।  এলাকার ছেলে মেয়েদের লেখাপড়া চালিয়ে  যাওয়ার বিষয়ে সকলকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমি সমাজের আরো উন্নয়নমূলক কাজ করার আশা রাখি ।